গ্রাহকের রেমিট্যান্স আটকে রাখছে ব্যাংক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ২২:০৮

প্রবাসী বাংলাদেশির পাঠানো অর্থ নির্ধারিত ব্যক্তি বা সুবিধাভোগীর হিসাবে সময় মতো জমা করছে না কিছু ব্যাংক। এ কারণে প্রবাসীদের পাঠানো অর্থ তাদের পরিবার পেতে দেরি হচ্ছে। এখন থেকে দুই দিনের মধ্যে প্রবাসীর রেমিট্যান্স মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান কিংবা নির্ধারিত ব্যক্তির হিসাবে জমা করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।


বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংককে পাঠানো নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, প্রবাসী রেমিট্যান্সের অর্থ বেনিফিসিয়ারির নিকট বিতরণের নিয়ম সঠিকভাবে পরিপালন করা হচ্ছে না। তাই নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়সীমা দুই কার্যদিবসের মধ্যে রেমিট্যান্সের অর্থ যথাযথভাবে বেনিফিসিয়ারির নিকট বিতরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।


অন্যদিকে নানা পদক্ষেপেও ব্যাংকিং চ্যানেলে আশানুরূপ রেমিট্যান্স আসছে না। চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনে এসেছে ৭৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (এক ডলার সমান ১০৯ টাকা ৫০ পয়সা ধরে) ৮ হাজার ৫৫৪ কোটি ১৪ লাখ টাকা। আর দৈনিক আসছে ৬ কোটি মার্কিন ডলার বা ৬৫৫ কোটির টাকার বেশি প্রবাসী আয়। এ ধারায় পুরো মাসে রেমিট্যান্স এলে অক্টোবরে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়াবে ১৮৬ কোটি মার্কিন ডলার। যদিও বাংলাদেশ ব্যাংক প্রতি মাসে ২০০ কোটি বা ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আয়ের লক্ষ্য নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us