রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙলেন হাসান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১৯:৩১

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম‍্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ।


৫২ বলে গিলের পঞ্চাশ


চলতি বছর ওয়ানডেতে দারুণ ছন্দে থাকা শুবমান গিল স্পর্শ করলেন আরেকটি ফিফটি, ৫২ বলে।


ডেঙ্গুর জন‍্য দলের প্রথম দুটি ম‍্যাচে খেলতে পারেননি এই ওপেনার। পাকিস্তান ম‍্যাচ দিয়ে হয় তার বিশ্বকাপ অভিষেক। সেই ম‍্যাচে থেমে যান ১৬ রান করেই।


বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম‍্যাচে সেঞ্চুরি করা গিল এবারও দাঁড়িয়ে গেছেন। পঞ্চাশ ছোঁয়ার পথে মেরেছেন দুটি ছক্কা ও পাঁচটি চার।  


১৯ ওভারে ভারতের রান ১ উইকেটে ১৩০। ৫৩ বলে ৫১ রানে খেলছেন গিল। ২৩ বলে ভিরাট কোহলির রান ২৯।


রোহিতকে ফেরালেন হাসান


শর্ট বলে ছক্কা হজম করলেও হাল ছাড়েননি হাসান মাহমুদ। আরেকটি স্লোয়ারে ঠিকই সাফল‍্য পেলেন। রোহিত শার্মাকে ফিরিয়ে বাংলাদেশকে এনে দিলেন প্রথম উইকেট।


অফ স্টাম্পের বাইরের বল টেনে ছক্কা মেরেছিলেন রোহিত। পরের বলও শর্টই করেন হাসান। এবার ঠিক মতো টাইমিং করতে পারেননি ভারত অধিনায়ক। সীমানায় ক‍্যাচ নেন তাওহিদ হৃদয়। ভাঙে ৭৬ বল স্থায়ী ৮৮ রানের জুটি।


৪০ বলে দুই ছক্কা ও সাত চারে ৪৮ রান করেন রোহিত।


রোহিত-গিলের জুটিতে পঞ্চাশ


বাংলাদেশের মতো ভালো শুরু পেয়েছে ভারত। রোহিত শার্মা ও শুবমান গিলের জুটিতে পঞ্চাশ এসেছে ৫৪ বলে।


৯ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৫০। শুরু থেকেই আক্রমণাত্মক ব‍্যাটিং করছেন রোহিত। ভারত অধিনায়ক ৩৩ বলে খেলছেন ৩৭ রানে। ২১ বলে গিলের রান ১৩।



চতুর্থ ওভারেই স্পিন


পেসারদের প্রথম তিন ওভারে এলো ২৬ রান। রোহিত শার্মা ও শুবমান গিল মিলে মারলেন একটি ছক্কা ও চারটি চার। তাই দ্রুতই বোলিংয়ে পরিবর্তন আনলেন নাজমুল হোসেন শান্ত।


চতুর্থ ওভারে আক্রমণে আসেন নাসুম আহমেদ। প্রথম ওভারে বেশ ভালোই করেন বাঁহাতি স্পিনার। দ্বিতীয় বলে গিলের বিরুদ্ধ করেন এলবিডব্লিউর জোরাল আবেদন। শেষ বলে ব‍্যাটের কানায় লেগে বোল্ড হতে হতে বেঁচে যান গিল!


৪ ওভারে ভারতের রান বিনা উইকেটে ২৮।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us