ইনজুরিতে ছিটকে গেলেন ফখর জামান

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১৯:১১

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। দুই জয়ের পর তারা তৃতীয় ম্যাচে গিয়ে বড় ধাক্কা খায় রোহিত শর্মাদের বিপক্ষে। আহমেদাবাদে বাবর আজমের দল ৭ উইকেটের বড় পরাজয় দেখেছিল। বিশ্বকাপে পাকিস্তানের চতুর্থ ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে বাবররা ফের জয়ের ধারায় ফিরতে চাইবে। তবে তার আগে পাক শিবির বড় ধাক্কাই খেয়েছে, ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন ওপেনার ফখর জামান।


যদিও টানা অফ-ফর্মের কারণে সর্বশেষ দুই ম্যাচে ফখর একাদশে ছিলেন না। তার পরিবর্তে একাদশে ঢুকেই বিশ্বকাপ ও ওয়ানডেতে অভিষেক সেঞ্চুরি পেয়ে যান আব্দুল্লাহ শফিক। এরপর ভারতের বিপক্ষেও তিনি ওপেনিংয়ে ইমাম-উল-হকের সঙ্গী ছিলেন।


দেশটির সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, অনুশীলনে হাঁটুর ইনজুরিতে পড়েছেন ফখর। আগামী সপ্তাহে তিনি সেরে উঠবেন বলে আশাপ্রকাশ করেছে টিম ম্যানেজমেন্ট। কেবল ফখরই নন, সাম্প্রতিক সময়ে ভাইরাস জ্বরে ভুগছিলেন বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার। তাদের মধ্যে সালমান আলি আগা ও শাহিন শাহ আফ্রিদিরা জ্বরে সেরে অনুশীলনেও যোগ দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us