নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হোক

জাগো নিউজ ২৪ কামাল উদ্দিন মজুমদার প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১১:০৪

বাংলাদেশ ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যেখানে সব ধর্ম-বর্ণ-গোত্র-সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই প্রক্রিয়ায়, বিভিন্ন ধর্মীয় মতবাদে বিশ্বাসী একদল লোক বাংলার অভিন্ন সংস্কৃতি ভাগ করে নিয়েছে। সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠেছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান, সকলেই ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে সমস্ত পার্থক্য ভুলে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, সম্প্রীতির সাথে একসাথে বসবাসের উদ্দেশ্যে রক্তের সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন।


পাকিস্তান রাষ্ট্রের অধীনে বাঙালিদের সমগ্র মুক্তি সংগ্রাম ছিল একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক জাতি গঠনের দিকে যেখানে ধর্মান্ধতা, মৌলবাদ এবং সহিংস চরমপন্থার কোনো স্থান থাকবে না। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও আমরা দেখছি স্বার্থান্বেষী সাম্প্রদায়িক মহল অসাম্প্রদায়িক রাষ্ট্রকে আক্রমণ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us