সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সদর দপ্তরে অনুষ্ঠিত হয় 'কানেক্ট' সম্মেলন। এই সম্মেলনে প্রখ্যাত চশমা নির্মাতা ও ফ্যাশন প্রতিষ্ঠান রেব্যানের সঙ্গে যৌথ উদ্যোগে দ্বিতীয় প্রজন্মের স্মার্ট গ্লাসের ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এতে থাকছে কল করা, গান শোনা ও লাইভ স্ট্রিমিং ফিচারসহ আরও কিছু আধুনিক প্রযুক্তি।
অভিনব এই চশমার নাম দেওয়া হয়েছে 'রেব্যান মেটা স্মার্ট গ্লাস'।
দ্বিতীয় প্রজন্মের স্মার্ট গ্লাস এর আগের মডেলের চেয়ে আরও উন্নত, আধুনিক ও কার্যকর। ২০২১ সালে প্রথম রেব্যান মেটা স্মার্ট চশমা বাজারে ছাড়া হয়েছিল। এই স্মার্ট গ্লাসের দাম শুরু হয়েছে ২৯৯ ডলার থেকে এবং গতকাল ১৭ অক্টোবর থেকে এটি বাজারে পাওয়া যাচ্ছে।
কেন স্মার্ট গ্লাস
চশমা কারো কারো কাছে ফ্যাশনের উপকরণ হলেও প্রয়োজনীয়তার খাতিরেই বেশিরভাগ মানুষ এটি ব্যবহার করেন। তাহলে কেন এই ধ্রুপদী পণ্যের সঙ্গে এতো প্রযুক্তির সন্নিবেশ? এ প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক।
হেডফোনের বিকল্প
প্রথমত, এগুলো হেডফোনের বিকল্প হিসেবে কাজ করবে। এগুলোতে অ্যামাজনের ইকো ফ্রেমস ও বোস টেমপো সিরিজের মতো ব্যক্তিগত অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার ফলে চশমাটি যিনি পরে থাকবেন, তিনিই শুধু অডিও শুনতে পাবেন। উন্নতমানের কল ও ভয়েস কমান্ড সুবিধা নিশ্চিত করতে মেটার স্মার্ট চশমায় পাঁচটি উন্নত ও সংবেদনশীল মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে।