জিম্মি উদ্ধারে নেতানিয়াহুর পদক্ষেপে বিভক্ত ইসরায়েলিরা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৯:২৩

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর যুদ্ধ ঘোষণা করা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের দৃঢ় সমর্থন পেয়েছেন। কিন্তু হামাসের হাতে ১৯৯জন জিম্মি উদ্ধারে তার নেওয়া পদক্ষেপে ইসরায়েলিদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। জিম্মিদের আত্মীয় ও স্বজনরা তেল আবিবে বিক্ষোভ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দফতরের সামনে জিম্মিদের পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ হয়েছে। তাদের মধ্যে একজন হলেন নিখোঁজ ১৯ বছর বয়সী রনি এশেলের দাদি জেহাবা এশেল। তিনি বলেছেন, রনিকে রক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র কোথায়?


সেনাবাহিনী ও সরকারের পক্ষ থেকে যোগাযোগে ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তার প্রশ্ন, মন্ত্রিরা কোথায়? প্রধানমন্ত্রী কোথায়? উচ্চপদস্থ কর্মকর্তারা কোথায়?


নিখোঁজ রনি এশেলের দাদির মতো ১৯৯ জন জিম্মি ও নিখোঁজদের স্বজনরা বিক্ষোভ করেছেন। তাদের মুক্ত করতে সরকারের পদক্ষেপ দাবি করছেন তারা। সম্ভাব্য পদক্ষেপ হিসেবে তারা বন্দি বিনিময়ের কথা বলছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us