সমাজকল্যাণে জনবল নিয়োগ দিতে সুপারিশ করেছে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (১৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় রাশেদ খান মেনন সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটি সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুফতা ইয়াসমিন, মো. শিবলী সাদিক, আরমা দত্ত এবং শবনম জাহান অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে শেখ রাসেল দিবসে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বৈঠকে গত ২৮তম ও ২৯তম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন জন্মগত বধিরতা দূরীকরণ কর্মসূচি (কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রাম) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য মেডিকেল কলেজ স্থাপনে সক্ষমতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।