২৬ মামলা লড়ে জয়ী ভুয়া আইনজীবী

প্রথম আলো প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৭:২৪

ব্রায়ান মুয়েন্ডা এনজাগি। মক্কেলের হয়ে লড়ে জিতেছেন ২৬টি মামলা। একজন আইনজীবী হিসেবে এটা বেশ সম্মানেরই বিষয়। কিন্তু সম্প্রতি তিনি গ্রেপ্তার হয়েছেন। অপরাধ তিনি ভুয়া আইনজীবী। তিনি শুধু যে মামলা লড়েছেন তা–ই নয়, আইনজীবী সোসাইটির ওয়েবসাইটে ঢুকে আরেকজন আইনজীবীর ছবি পাল্টে নিজের ছবি বসিয়ে দিয়েছেন। পাল্টে দিয়েছেন বিভিন্ন তথ্যও।


ভুয়া আইনজীবী হয়েও মক্কেলের পক্ষে আইনি লড়াই চালিয়ে জেতার এ ঘটনা কেনিয়ার। সম্প্রতি তাঁকে গ্রেপ্তার করে দেশটির র‍্যাপিড অ্যাকশন টিম। কেনিয়ার ল সোসাইটির (এলএসকে) নাইরোবি শাখা তাঁর সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করেছে।


ব্রায়ান মুয়েন্ডা মক্কেলদের পক্ষে ম্যাজিস্ট্রেট কোর্টের মতো নিম্ন আদালতে যেমন আইনি লড়াই করেছেন, তেমনি লড়াই চালিয়েছেন আপিল জজ আদালত ও হাইকোর্টেও।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ব্রায়ান মুয়েন্ডার বিষয়ে তাঁর ছবিসহ একটি বিবৃতি পোস্ট করেছে ল সোসাইটি। সেখানে বলা হয়, র‍্যাপিড অ্যাকশন টিমের (আরএটি) মাধ্যমে তাঁর প্রতারণার ঘটনা এলএসকের নাইরোবি শাখার নজরে এসেছে। ছবিতে থাকা এ ব্যক্তি নিজেকে কেনিয়ার হাইকোর্টের একজন আইনজীবী ও এলএসকের নাইরোবি শাখার সদস্য বলে পরিচয় দিয়ে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us