You have reached your daily news limit

Please log in to continue


উন্নয়নের উত্তরণ গণতান্ত্রিক উত্তরণের সঙ্গে জড়িয়ে গেছে

আগে বলেছিলাম, অর্থনীতি এতিম হয়ে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তার পালক পিতা। এখন সেই পালক পিতাও নেই, অর্থনীতি পরিত্যক্ত সন্তান হয়ে গেছে। কেউ নজর দেয়নি। অর্থনীতির এই পরিস্থিতি এক দিনে হয়নি। এখানে সবাই উপসর্গের কথা বললেন, ফলাফলের কথা বললেন। কারণ বলেননি। ব্যাধির জায়গায় পৌঁছাতে হবে।

বর্তমানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তারা ঐতিহাসিকভাবে মধ্যপন্থী সামাজিক গণতন্ত্রী দল। ২০০৮ সালের পর দলটি যখন দায়িত্ব নেয়, তখন রাজনৈতিক ঘোষণা দিয়েছিল। তাতে কল্যাণকর রাষ্ট্রের কথা বলেছে। সেখানে এমন দৃষ্টিভঙ্গি ছিল যে সুযোগের সমতা থাকবে, সমতার সুযোগ থাকবে। কিন্তু এখন শুধু অর্থনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও বৈষম্যমূলক সমাজে পরিণত হয়েছে। কল্যাণকর আর্থসামাজিক দর্শন নিয়ে একটি দল ক্ষমতায় এসে কীভাবে এমন পরিণতিতে গেল। এটা কি অবধারিত ছিল? কোনো বিকল্প কি ছিল না?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন