বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যদিও আনুষ্ঠানিকভাবে ডিবি বিষয়টি স্বীকার করেনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তাঁর গুলশানের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রুহুল কুদ্দুস তালুকদারকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিবি কার্যালয়ের সামনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রীসহ আরও কয়েকজন আছেন। তিনি দাবি করেন, রুহুল কুদ্দুস তালুকদার তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় জামিনে আছেন।