বর্তমান সরকার তাদের মেয়াদ শেষ হওয়ার আগে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করছে একের পর এক। এর অংশ হিসেবে দিন কয়েক আগে উদ্বোধন করা হলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক মানের তৃতীয় টার্মিনাল নির্মাণ না হয় করা গেল; কিন্তু এর মাধ্যমে বিমানবন্দরে হাজারো অনিয়ম আর দুর্নীতি কি বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন করার অবশ্য একটা কারণও আছে। নতুন টার্মিনাল উদ্বোধন করার কয়েক দিনের মধ্যেই আমরা কী দেখতে পেলাম?
সিঙ্গাপুর থেকে আসা দুই প্রবাসী বিমানবন্দরের ফ্লোরে লুটিয়ে কাঁদছেন। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, ওই দুই প্রবাসী তাঁদের মাথার ঘাম পায়ে ফেলে, বিদেশে কাজ করে দেশে থাকা আত্মীয়স্বজনের জন্য কিছু স্বর্ণ নিয়ে আসছিলেন। যে পরিমাণ স্বর্ণ বৈধ উপায়ে আনা যায়, তার চেয়ে অনেক কম পরিমাণের স্বর্ণই তাঁরা নিয়ে এসেছিলেন; কিন্তু ঢাকা বিমানবন্দরে নামার পর সেখানকার কর্মীরা তাঁদের কাছ থেকে স্বর্ণের ওই ব্যাগ রেখে দিয়েছেন জোর করে! মানুষের মালামাল কোনোরকম কারণ ছাড়া রেখে দেওয়ার অধিকার কে দিয়েছে ওই কর্মীদের?