পূজা উপলক্ষে সিল্ক শাড়ি যে দামে বিক্রি হচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১৭:১৫

‘এত শত শাড়ির ভিড়ে সিল্ক শাড়ির চাহিদাই বেশি,’ জানালেন ধানমন্ডি হকার্স মার্কেটের মৌমিতা সিল্ক সেন্টারের শাড়ি বিক্রেতা সাইয়েদুল মুরসালিন। ক্রেতাদেরও একই মত। এই মার্কেটে শাড়ি কিনতে আসা এক নারী বলছিলেন, ‘পূজায় সিল্ক শাড়ি খুব পছন্দ করি। ঘোরাঘুরির সময় পরে আরাম। সারা দিন পরে থাকলেও কুঁচকে যায় না।’ তবে এত ধরনের সিল্কের মধ্যে কোনটা রেখে কোনটা নেবেন, এটা বাছাই করাই এক সমস্যা।


সপুরা সিল্ক মিলস লিমিটেডের শাড়ি বিক্রেতা মোহাম্মদ সেলিম বলেন, ‘দেশীয় সিল্ক শাড়ির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে রাজশাহী। সেখানেই তৈরি হয় মোলায়েম সিল্ক বা রেশম কাপড়। শাড়ির কাপড় তৈরি হয়ে গেলে জমিনের ওপর নানা নকশার ভিত্তিতে পরিবর্তন হয় শাড়ির নাম এবং দাম।’ রাজধানীর ধানমন্ডির মমতাজ প্লাজার সপুরা, রাজশাহী, ঊষা ইত্যাদি সিল্ক শাড়ির জন্য খ্যাত দোকানগুলো থেকে আসুন জেনে নেওয়া যাক, সিল্ক শাড়ির নাম ও দরদাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us