এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ডিএমপি কমিশনার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১৩:২৭

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ অ্যাওয়ার্ড পেয়েছেন।


মঙ্গলবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, এবার ১৫টি দেশের বিভিন্ন পেশার ১৫ জন কৃতি ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে অন্যতম ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।


সম্প্রতি ‘ঠার, বেদে জনগোষ্ঠীর ভাষা’ নামে ডিএমপি কমিশনারের একটি বই প্রকাশিত হয়েছে। বইটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। জনপ্রিয়তা পেয়েছে পাঠক মহলেও। এ অসামান্য গ্রন্থের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে, পুরস্কার বিতরণীতে যোগ দিতে তিনি কলকাতায় পৌঁছাতে পারেননি। তার হয়ে পুরস্কার নেন বাংলাদেশের বিশিষ্ট সমাজকর্মী সোমনাথ দে। সোমনাথ দে’র হাতে এ পুরস্কার তুলে দেন নেপালের সাবেক উপরাষ্ট্রপতি প্রেমানন্দ ঝা। এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী জাভেদ খান ও অরূপ রায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us