সাময়িকভাবে মিসর-গাজা (রাফাহ ক্রসিং) সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তের পর গাজার হাজার হাজার মানুষ রাফাহ সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছে। তবে সেখানেও বিমান হামলা করেছে ইসরায়েল। বিবিসির প্রতিবেদনে এমটাই জানান হয়েছে।
প্রতিবেদনে বলে হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে হাজার হাজার বেসামরিক মানুষ রাফাহ ক্রসিংয়ে ছুটে আসে। কারণ সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় এটি সাময়িকভাবে পুনরায় চালু করা হবে বলে জানান হয়েছে।
ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করবে তাই গাজাবাসীদের সরে যাওয়ার কথা জানিয়েছে। নিরাপত্তার জন্য তারা রাফাহ সীমান্তে জড়ো হচ্ছে। এদিকে তারা পৌঁছালেও এখনো খোলা হয়নি সীমান্ত। জাতিসংঘ বলছে, ক্রসিং পুনরায় চালু করার বিষয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।
এ জন্য কায়রো ইসরায়েলকে দায়ী করেছে। তারা বলেছে ইসরায়েল এ বিষয়ে সহায়তা করছে না।
গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রাখে। যাতে গাজা থেকে বেরিয়ে আসার সমস্ত রুট বন্ধ হয়েছে।