হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে আরও যেসব স্মার্টফোনে

আজকের পত্রিকা প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১৩:১৭

আগামী ২৪ অক্টোবর আরও কিছু পুরোনো মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর চলবে না। এর মধ্যে গুগল, সনি, এলজিসহ অন্যান্য ব্র্যান্ডের ফোন আছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।


এসব ফোনে হোয়াটসঅ্যাপ না চলার কারণ
প্রতিবছর কমপ্যাটিবল (সঙ্গতিপূর্ণ) ডিভাইসের তালিকা করে হোয়াটসঅ্যাপ। এই পদক্ষেপের ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতা আরও ভালো থাকে। এ বছরে যেসব ডিভাইস অ্যান্ড্রয়েড ৪ দশমিক ১ এর চেয়ে কম অপারেটিং সিস্টেমে চলে সেসবে ফোনে হোয়াটসঅ্যাপের সর্মথন বন্ধ করে দেওয়া হবে না ।


হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না যে সব মডেলের স্মার্টফোনে
ব্যবহারকারীরা যেসব সমস্যায় পড়বে
ডিভাইসগুলো থেকে অ্যাপটির সমর্থন সরিয়ে ফেললে অক্টোবর ২৪ থেকে ফোনগুলোতে আর হোয়াটসঅ্যাপ চলবে না। এছাড়া এসব ব্যবহারকারী অ্যাপটির নতুন নতুন ফিচার থেকে বঞ্চিত হবে। 


অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপের সর্মথন না পেলে যা হবে 
যেসব ফোনে হোয়াটসঅ্যাপের সেবা পাওয়া যাবে না সেগুলোতে আগে থেকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। হোয়াটসঅ্যাপে চালাতে ২৪ অক্টোবর আসার আগেই ফোনগুলো অ্যান্ড্রয়েড ৫ বা এর চেয়ে পরের ভার্সনের অপারেটিং সিস্টেমে আপডেট দিতে হবে অথবা নতুন ফোন চালাতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us