সারাবছর কমবেশি ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিলেও বর্ষাকালজুড়ে এর ব্যাপ্তি লক্ষণীয়।
কেন এই রোগ হয়
করোনার মতো এ রোগ বাতাসবাহিত বা ছোঁয়াচে নয়। এক ধরনের ভাইরাস এ রোগের কারণ। এডিস নামের মশা ডেঙ্গু রোগীকে কামড়ানোর পর ওই মশা সুস্থ মানুষকে কামড়ালে এ রোগের বিস্তার লাভ করে।
ডেঙ্গু হলে কী সমস্যা হয়
প্রথম দিকে সাধারণ ফ্লুর মতো এ রোগের লক্ষণ দেখা যাবে। রক্তের পরীক্ষা করলে রোগটি ধরা পড়ে। আমাদের শরীরে রক্তের এক বিশেষ কোষ রয়েছে, যার নাম প্লাটিলেট। এর কাজ শরীরের যে কোনো ক্ষতে রক্তক্ষরণ বন্ধ করা। ডেঙ্গু জ্বরে ভাইরাস প্লাটিলেট কোষকে ধ্বংস করে স্বাভাবিক মাত্রা সাড়ে ৩ লাখ থেকে কমিয়ে ২০ হাজারে নামিয়ে আনে। তখন শুরু হয় রক্তক্ষরণ ও অন্য সমস্যা। রক্ত জমাট না বাঁধার ফলে ভয়াবহ ঝুঁকিতে পড়েন রোগী। শরীরের প্লাটিলেট কোষের ঘাটতিকে বলে থ্রম্বোসাইটোপেনিয়া।