ঢাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয় কী?

বণিক বার্তা ড. মো. আতাউর রহমান প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১০:১৫

গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়। এ ৬ ঘণ্টার বৃষ্টিতে ঢাকা শহরের বিভিন্ন রাস্তা ও এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সমুদ্রসৈকতে রূপ নেয়। ধানমন্ডি, বিজয় সরণি, নিউমার্কেট, পুরান ঢাকা, মিরপুরসহ বিভিন্ন এলাকা ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বৃষ্টি চলাকালীন রাত ৯টায় মিরপুরে কমার্স কলেজসংলগ্ন এলাকায় জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়। ‘বুয়েট সমুদ্রসৈকতে আপনাকে স্বাগতম’—এ শিরোনামে বুয়েটের এক শিক্ষার্থীর রেকর্ড করা একটি ভিডিওতে বুয়েটের আবাসিক হলগুলোর নিচতলা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।


বৃহস্পতিবার মাঝরাতে বৃষ্টি থেমে গেলেও এর ১২ ঘণ্টা পর শুক্রবার দুপুরে নিউমার্কেটের ভেতরে হাঁটু পানিতে দোকানগুলো ডুবে থাকার দৃশ্য আমরা সংবাদমাধ্যমগুলোয় দেখেছি। বৃষ্টি থামার ২৪ ঘণ্টা পরও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জমে থাকা পানি নিরসন করতে না পারার ঘটনায় চার কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পুরান ঢাকার বংশাল, নর্থসাউথ রোড, কাজী আলাউদ্দিন রোড, আগা সাদেক খান রোড, নিউমার্কেট, বুয়েট আবাসিক এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বেশকিছু এলাকার জলাবদ্ধ পানি পুরোপুরি নিষ্কাশন হতে ৩০ ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us