ইসরায়েলের সঙ্গে গাজার সংঘাত শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিদ্বেষী নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে ইলন মাস্কের খুদে বার্তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) এ ধরনের ভুয়া তথ্য বেশি ছড়ানো হচ্ছে।
কিন্তু কৌতূহলোদ্দীপক বিষয় হচ্ছে, ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতভিত্তিক বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। আর এসব অ্যাকাউন্ট যাঁরা পরিচালনা করেন, তাঁদের বেশির ভাগই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে জড়িত।