এই ফোনে আছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা

প্রথম আলো প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ১৩:২৫

বাংলাদেশে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধার ‘অনার ৯০’ মডেলের স্মার্টফোন উন্মোচন করেছে চীনের মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান অনার। আজ রোববার রাজধানীর একটি হোটেলে নতুন স্মার্টফোন উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গুও ল্যাং, ব্যবসাপ্রধান আবদুল্লাহ আল মামুন, পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, ৬.৭ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ২০০ মেগাপিক্সেলের ফোরকে প্রযুক্তির ক্যামেরার পাশাপাশি ১২ ও ২ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফলে ফোনটির মাধ্যমে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি তোলা যায়। ১২ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, ফলে দীর্ঘ সময় ভিডিও দেখার পাশাপাশি গেমও খেলা সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us