আবার চিনি রপ্তানির অনুমতি চেয়েছে সিটি গ্রুপ

প্রথম আলো প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ১২:৪১

দেশের খাদ্যপণ্য উৎপাদনের জন্য সুপরিচিত অন্যতম বড় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ চিনি রপ্তানি করতে চায়। তিন বছর আগে বাণিজ্য মন্ত্রণালয় সিটি গ্রুপকে পরিশোধিত চিনি রপ্তানির সুযোগ দিলেও প্রতিষ্ঠানটি ওই সময়ে তা রপ্তানি করতে পারেনি। তবে সিটি গ্রুপ এখন সেই সুযোগটি কাজে লাগাতে চায়। এ জন্য আগের অনুমোদনের সময়সীমা ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধির আবেদন করেছে সিটি গ্রুপ।


বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের কাছে ১০ অক্টোবর এ ব্যাপারে আবেদন করেছেন সিটি গ্রুপের প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফজলুর রহমান।

যোগাযোগ করা হলে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আবেদন এসেছে। তবে আপাতত চিনি রপ্তানির সুযোগ দেওয়ার কথা আমরা ভাবছি না।’
আবেদনে বলা হয়, ২০২০ সালের ৯ সেপ্টেম্বরে সিটি গ্রুপকে শর্তসাপেক্ষে ৪৭ হাজার ৩০০ টন পরিশোধিত চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কোভিড পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে চিনির মূল্যবৃদ্ধির কারণে রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে। সম্প্রতি এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে চিনি রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us