আপাতদৃষ্টে মনে হচ্ছে, হামাসের গত শনিবারের ‘আল-আকসা ফ্লাড’ অভিযানে ইসরায়েলি কর্তৃপক্ষ আতঙ্কিত হয়ে পড়েছে। রকেট ছোড়ার পাশাপাশি ফিলিস্তিনি সংগঠনটি গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে যোদ্ধা পাঠায়। সেখানে তারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি অল্প সময়ের জন্য কয়েকটি অবৈধ ইসরায়েলি বসতির নিয়ন্ত্রণ নেয়; বন্দি করে বহু সামরিক-বেসামরিক লোকজনকে।
হামাসের হামলাকে কেউ কেউ ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সক্ষমতার ‘বড় ব্যর্থতা’ বলে অভিহিত করতে পারেন। আবার অনেক কূটনীতিক ও পশ্চিমা রাজনৈতিক নেতা এটাকে ‘উসকানিবিহীন’ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিচ্ছেন। তারা পাল্টা হামলার পক্ষে যুক্তি হিসেবে বলছেন, ইসরায়েলের নিজেদের রক্ষা করার অধিকার আছে।