দেশে ডলার সংকট রয়েছে গত দেড় বছর ধরেই। কিন্তু সাম্প্রতিক সময়ে তা আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে ক্রেডিট কার্ডের ওপরেও। চলতি বছরের আগস্ট মাসে কার্ডের মাধ্যমে দেশের অভ্যন্তরে লেনদেনের পরিমাণ বাড়লেও বিদেশে বাংলাদেশিদের কার্ডের মাধ্যমে ডলার ব্যয় অনেক কমেছে। পাশাপাশি দেশের আর্থিক সংকটের কারণে ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত জুলাই মাসের তুলনায় আগস্টে কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রার লেনদেন কমেছে ১৪ শতাংশের বেশি। গত আগস্টে কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রার লেনদেন হয়েছিল ৬৫৮ কোটি টাকা। আগের মাস জুলাইতে লেনদেন হয়েছিল ৭৬৯ কোটি টাকা।