ভারতের রাজধানী নয়াদিল্লিতে আঘাত হেনেছে একটি ভূমিকম্প। সেখানকার বাসিন্দারা জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, রোববার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি কতটা শক্তিশালী ছিল এবং এটির প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি এখন নিরূপণ করা হচ্ছে।
পরবর্তীতে জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র জানায়, রোববার বিকেলে ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটির উৎপত্তি ছিল হরিয়ানার ফরিদাবাদে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
গত ৩ অক্টোবরও ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি। ১২ দিন পর আবারও সেখানে ভূমিকম্প সংঘটিত হলো।