সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী আগারওয়াল। প্রায়ই বিভিন্ন অবতারে হাজির হতে দেখা যায় তাঁকে। ভক্তদের নজর কাড়েন তাঁর ফ্যাশনে। তবে অভিনয় ছাড়াও সাক্ষীর রয়েছে আরও অনেক প্রতিভা। অভিনেত্রী একজন কারাতে এবং কিক বক্সিং চ্যাম্পিয়ন। এর সঙ্গে লেখাপড়াতেও খুব মেধাবী সাক্ষী, বেঙ্গালুরুতে তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করার সময় স্বর্ণ পদক অর্জন করেন তিনি।
সাক্ষী আগারওয়াল।চেন্নাইয়ের গুড শেফার্ড কনভেন্ট স্কুলে পড়ার পর আনা ইউনিভার্সিটি থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতক সম্পন্ন করেন এবং জেভিয়ার ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। সাক্ষী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের জন্য পেশাদার কোর্স সম্পন্ন করেন।