খালেদা জিয়াকে দেখতে গেলেন ১২ দলীয় জোটের নেতারা

আজকের পত্রিকা প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩, ১৩:৪৬

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেলেন ১২ দলীয় জোটের নেতারা। আজ রোববার সকাল ১১টায় তারা হাসপাতালে যান। সেখানে আধা ঘণ্টা অবস্থান করেন তারা। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন।


হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১২ দলীয় জোট নেতা এবং কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত খারাপ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। লিভারের জটিলতা প্রকট হওয়ায় তাঁর বুকে ও পেটে পানি জমছে। এ জন্য পানি বের করতে প্রায়ই তাকে সিসিইউতে নিতে হচ্ছে।’ 


মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘চিকিৎসকেরা বলেছেন খালেদা জিয়ার জীবন বাঁচাতে হলে তাঁর লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। কিন্তু দেশে লিভার প্রতিস্থাপনের অভিজ্ঞতা ভালো না হওয়ায় বিদেশের উন্নত চিকিৎসা কেন্দ্রে নেওয়ার কথা বলছেন তারা। এ অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য জোর দাবি জানাচ্ছি আমরা। অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।’ 


১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদত হোসেন সেলিমসহ এ সময় জোটের আরও নেতারাও উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us