রোববারের মধ্যেই দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। মৌসুমি বায়ু বিদায়ের পর আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা ক্রমে কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় ৪ মিলিমিটার, চাঁদপুরে ১ মিলিমিটার, যশোর ও ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
রোববার থেকে আট বিভাগ বৃষ্টিহীন থাকতে পারে, এতে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর প্রকৃতিতে শীতের আমেজ শুরু হবে। ইতোমধ্যে গ্রামাঞ্চলে রাতে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে।