দিনটা মোটেই বাবর আজমদের ছিল না। মাঠের আবহ থেকে ম্যাচের ঘটনাপ্রবাহ—সবকিছুই ছিল ভারতের পক্ষে। আহমেদাবাদে গতকাল উপস্থিত ছিল প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক। যেখানে প্রায় পুরো সমর্থনই ছিল ভারতের পক্ষে। খেলা দেখতে মাঠে যাওয়ার সুযোগ পাওয়া পাকিস্তানিদের সংখ্যা খুব একটা ছিল না বললেই চলে।
এমন আবহে পাকিস্তান দলও মুখ থুবড়ে পড়েছে। হেরেছে বড় ব্যবধানে। পাকিস্তানের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ১১৭ বল আর ৭ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত। পাকিস্তানের এমন হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার চুপ করে থাকবেন না, সেটাই স্বাভাবিক। সাবেক এই ফাস্ট বোলার দাবি করেছেন, একমাত্র তিনিই আহমেদাবাদের গ্যালারির লাখ লাখ ভারতীয় সমর্থকদের চুপ রাখতে পারতেন।