চীন আগস্টের পর সেপ্টেম্বরেও বার্ষিক কয়লা আমদানি বাড়িয়েছে। গত মাসে ২০২২ সালের সেপ্টেম্বরের চেয়ে আমদানির পরিমাণ বেড়েছে ২৭ দশমিক ৫ শতাংশ। গতকাল দেশটির শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে। শিল্প খাত পুনরুদ্ধার হতে শুরু করায় দেশটিতে কয়লার চাহিদা বেড়ে চলেছে। পাশাপাশি উত্তর চীনের শীতল আবহাওয়ার কারণেও তাপীয় কয়লার ব্যবহার বেড়েছে। খবর রয়টার্স।
চীন বিশ্বের শীর্ষ কয়লা ব্যবহারকারী। শীতকালে দেশটিতে কয়লার চাহিদা সর্বোচ্চে ওঠে। তাই আসন্ন শীত মৌসুমের আগে আন্তর্জাতিক বাজারে সাশ্রয়ী মূল্য সুবিধা থাকায় ক্রেতারা আমদানি বাড়িয়েছেন।