ঢাকা শহরের জলাবদ্ধতা বহু পুরোনো একটি সমস্যা। এ জন্য নগরবাসীর দুর্ভোগ বছরের প্রায় অর্ধেকটা জুড়েই থাকে চরমে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণের ইচ্ছা সবার।
সরকারেরও ভাবনার অন্ত নেই। প্রকৌশলীদের চিন্তা ও সমাধান প্রস্তাবেরও শেষ নেই। তবে সমস্যা বাড়ছে বৈ কমছে না। আমি বন্যা কিংবা পানিবিশারদ নই। তবে একজন পুরকৌশলী হিসেবে আমার সংগৃহীত জ্ঞান থেকে কিছু বিকল্প পথের প্রস্তাব করা যায়।