ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবে নৌবাহিনীর দুটি জাহাজ, ১০০ নাবিক এবং নজদারি বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। শুক্রবার (১৩ অক্টোবর) ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে ইসরায়েলি সামরিক বাহিনীকে এ সহায়তা দেবে ঋষি সুনাক সরকার।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে, পসেইডন পি-৮ বিমান ও অন্যান্য বিমানের টহল ফ্লাইট শুক্রবার শুরু হচ্ছে। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট ঘোষণা করেছে, ইরান বা রাশিয়ার মতো দেশগুলো থেকে লেবাননের হিজবুল্লাহকে অস্ত্র সহায়তার যেকোনও প্রচেষ্টার পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।