সাড়ে ৩ মাসে রিজার্ভ কমেছে ৩৬৮ কোটি ডলার

যুগান্তর প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩, ০৯:৫১

বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় দেশের রিজার্ভ কমে যাচ্ছে। গত দুই বছরের বেশি সময় ধরে রিজার্ভ কমছে। এর মধ্যে চলতি অর্থবছরের প্রায় সাড়ে ৩ মাসে গ্রস রিজার্ভ কমেছে ৪৬২ কোটি ডলার ও নিট রিজার্ভ কমেছে ৩৬৮ কোটি ডলার। 


রিজার্ভ অব্যাহতভাবে কমে যাওয়াকে অনেকেই উদ্বেগজনক হিসাবে মনে করছেন। তবে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, বৈদেশিক মুদ্রা বাজারে আগে যে অস্থিরতা ছিল, এখন তা কিছুটা কমে এসেছে। 


বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতির পরিবর্তে উদ্বৃত্ত হয়েছে। চলতি অর্থবছর শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।


চলতি অর্থবছরের শুরুর দিন ১ জুলাই নিট রিজার্ভ ছিল ২ হাজার ৪৭৫ কোটি ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ কোটি ডলারে। আলোচ্য সময়ে রিজার্ভ কমেছে ৩৬৮ কোটি ডলার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us