জাপানের ইয়ামাহা এমনই এক স্বচালিত মোটরবাইক দেখিয়েছে, যেখানে নেই কোনো হ্যান্ডলবার বা অন্যান্য প্রচলিত কন্ট্রোল সিস্টেম।
‘ইয়ামাহা মোটরয়েড ২’ নামে এই ইলেকট্রিক বাইক কোম্পানির ‘মোটরয়েড কনসেপ্ট’ বাইকের এই পরবর্তী প্রজন্ম। এর প্রথম সংস্করণ দেখা গিয়েছিল ২০১৭ সালে। তবে, পূর্বসূরির বিপরীতে ইয়ামাহা নতুন বাইকের কার্যকর প্রোটোটাইপ বানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট।
স্বচালিত এ বাইকে ব্যবহৃত হয়েছে ‘জাইরোস্কোপ’ ও ‘ইমেজ রিকগনিশন এআই’ প্রযুক্তি, যা বাইক সোজা রাখার পাশাপাশি রাস্তার দিক নির্দেশনাও দিতে সক্ষম। এ ছাড়া, বাইকে কেউ না থাকলেও নিজে নিজে চলতে পারে এটি।
“মটোরয়েড ২ এমনই এক গতিশীল বাহন, যা এর মালিককে চিনতে পারে, তার হয়ে কিকস্ট্যান্ড করতে পারে ও রাইডারকে সঙ্গে নিয়ে চলতে পারে।” --বলেছে কোম্পানিটি।