অ্যামাজন ওয়েব সার্ভিসেস থেকে ১০ হাজার ডলার করে ঋণ পাচ্ছে দেশি ৩৫ স্টার্টআপ

প্রথম আলো প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩, ২৩:৫২

বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাইট অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) কাছ থেকে ১০ হাজার ডলার সমমূল্যের ঋণ পাবে দেশের ৩৫টি উদ্ভাবনী নতুন উদ্যোগ (স্টার্টআপ)। ৫ অক্টোবর অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের অনুষ্ঠিত ‘এডব্লিউএস স্টার্টআপ ডে বাংলাদেশ ২০২৩’ কর্মশালায় অংশ নেওয়া ১১১টি স্টার্টআপের কার্যক্রম পর্যালোচনা করে ৩৫টি প্রতিষ্ঠানকে ঋণের জন্য মনোনীত করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ‘এডব্লিউএস স্টার্টআপ ডে বাংলাদেশ ২০২৩’ কর্মশালার অন্যতম আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।


ঋণ পাওয়ার জন্য মনোনীত স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো হলো নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড, হ্যাকুলেস লিমিটেড, ট্রাক লাগবে, এনগেজ, রোমাটো, স্টাফবেজ লিমিটেড, হেড ব্লক্স, আয় করি, প্রীতিলতা, জেনোফ্যাক্স, এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড, এআই লোকাল গাইড, সেবা বাজার, আইএমজি পেপার, মানু ফার্মস, মারভেন, সক্রিয় টেকনোলজিস লিমিটেড, মেস মনিটর, টেক স্টোন লিমিটেড, ভবন, জেন নেক্সট টেকনোলজিস্ট, অ্যাকুয়ালিংক বাংলাদেশ লিমিটেড, লিখো, শিক্ষা ডট এক্সওয়াইজেড, মজারু এডুকেশন টেকনোলজিস লিমিটেড, গ্রিন রিভোলিউশন, ইনোভাস্ক্যান সলিউশনস, ফ্যাক্টরি নেক্সট, ব্রিনজিন, কিড স্কুল, স্টাইলঅন, উৎসব প্ল্যাটফর্ম লিমিটেড, ইজিইবিলিং, নিয়োগ ও ইওয়ান টেকনোলজিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us