You have reached your daily news limit

Please log in to continue


খিদা পেটে যে কারণে মেজাজ খারাপ লাগে

মানুষের মন মেজাজের ওঠা-নামা নানান কারণে করতে পারে। এরমধ্যে একটি কারণ হল পেটে খিদা।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের চ্যাপেল হিল’য়ের ‘ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারলিনা’র গবেষকরা জানিয়েছেন ক্ষুধায় মেজাজ খারাপ হওয়ার কারণ হতে পারে একটি জটিল আবেগতাড়িত ব্যাপার; যার সঙ্গে জড়িত থাকে জীববিজ্ঞান, ব্যক্তিত্ব ও পরিবেশগত বিভিন্ন বিষয়।

গবেষণায় দেখা গেছে, একজন ক্ষুধার্ত ব্যক্তি যখন নিজের অনুভূতির প্রতি মনযোগী থাকেন না তখন তিনি মানসিক চাপ, ঘৃণা ইত্যাদি নেতিবাচক আবেগ বেশি মাত্রায় অনুভব করেন।

প্রধান গবেষক, ‘ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা’র জেনিফার ম্যাককরম্যাক বলেন, “ক্ষুধা মন-মেজাজ এবং আশপাশের পরিবেশ সম্পর্কে আমাদের মনোভাবকে প্রভাবিত করে, বিষয়টি নতুন নয়। নতুন ঘটনা হল, ইংরেজি শব্দ ‘হ্যাংগ্রি’, যার অর্থ হল ক্ষুধার্ত অবস্থায় মেজাজ খারাপ হওয়া, তা অক্সফোর্ড ডিকশনারিতে অন্তর্ভুক্ত হয়েছে।” 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন