সামাজিক মাধ্যমে সেনসেশন তিনি। করোনা কালে চাকরি ছেড়ে বাবার ব্যবসায় যোগ দিয়েছিলেন। ফেসবুকে এক ভিডিওর সুবাদে রাতারাতি স্টার হয়ে যান ভারতের বেঙ্গালুরুর ডালহৌসীর এক পাইস হোটেলের মালিক নন্দিনী ওরফে মমতা গঙ্গোপাধ্যায়।
গলায় হেডফোন ঝুলিয়ে, জিনস আর স্টাইলিশ টপে নন্দিনীকে ফুটপাথে রান্না করতে দেখে চোখ আটকে যায় অনেকের। পাইস হোটেলের এই মালিককে ইনস্টায় ফলোও করেন প্রায় দেড় লাখ মানুষ। তার হোটেলের খাবার টেস্ট করতে পৌঁছেছিলেন মদন মিত্র।
কয়েক দিন ধরেই জল্পনা ছিল—নন্দিনীকে এবার সিনেমার পর্দায় দেখা যাবে। ছবির নাম তিন সত্যি। বৃহস্পতিবার থেকে শুরু হবে ছবির শ্যুটিং। প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায় এই ছবির পরিচালক। ছবিতে নন্দিনীর চরিত্রের নাম নীলাক্ষী।