বৈদেশিক সহায়তায় বরাদ্দ কমিয়ে দিয়ে বিশ্বব্যাংকের কড়া সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্য। বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি বলছে, সবাই যুক্তরাজ্যের কাছ থেকে বড় আকারের আর্থিক সহায়তা প্রত্যাশা করে। কিন্তু দেশটি বাজেট কমিয়ে দিয়ে বিশ্বের দরিদ্র মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
বিশ্বের দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তার জন্য যে তহবিল গঠন করে বিশ্বব্যাংক, সেখানে একক দেশ হিসেবে সবচেয়ে বড় আকারের সহায়তা দেওয়া দেশ ছিল যুক্তরাজ্য। তবে ২০২০ সাল ঠেকে এই সহায়তার পরিমাণ কমিয়ে দেয় তারা। ব্রিটেনের মন্ত্রীরা বলেছেন, যত দিন না তাদের বাণিজ্য আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে তত দিন এই সহায়তা বাড়বে না।