অ্যালার্জির সমস্যায় অনেকেই ভোগেন। কারও কারও ক্ষেত্রে এটি গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত ধুলাবালি, পরাগ, খাবার কিংবা ওষুধের কারণে অ্যালার্জির সমস্যা হতে পারে।
তবে দীর্ঘদিন অ্যালার্জিতে ভুগলে এর থেকে অ্যানাফিল্যাক্সিস, হাঁপানি, সাইনোসাইটিস, কান বা ফুসফুসের সংক্রমণের কারণ হতে পারে।
অ্যালার্জি কেন হয়?
অ্যালার্জিতে যারা ভোগেন তাদের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে, যা একটি নির্দিষ্ট অ্যালার্জেনকে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করে। এক্ষেত্রে অ্যালার্জেনের সংস্পর্শে আসলে ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়া পড়ে ত্বক, সাইনাস, শ্বাসনালি বা পাচনতন্ত্রে।
অ্যালার্জির তীব্রতা ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয়। ত্বকে সামান্য জ্বালাভাব থেকে শুরু করে চুলকানি এমনকি অ্যানাফিল্যাক্সিস পর্যন্তও হতে পারে অ্যালার্জির কারণে। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালার্জি নিরাময় করা যায় না, তবে এর লক্ষণগুলো থেকে মুক্তি পেতে নির্দিষ্ট কিছু ওষুধ সাহায্য করে।