রণরীর কাপুর ও রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘অ্যানিমাল’-এর গানে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। এ সিনেমার ‘হুয়া ম্যায়’গানে তাদের রোমান্সে মেতে থাকতে দেখা যাবে। এতে একের পর এক চুমুর দৃশ্যে দেখা যাবে রণবীর ও রাশমিকাকে। টিজার মুক্তির পরই ভাইরাল হওয়া দৃশ্য ও গান থেকে এমনটাই মনে করা হচ্ছে।
গানের দৃশ্যে দেখা গেছে তোয়ালে পরে বিমানের ককপিটে চুমু খাচ্ছেন রণবীর রাশমিকে। সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘অ্যানিমাল’-এর টিজার।