‘ভুল’ সিনেমা দিয়ে ২০১১ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন আঁচল। চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন তিনি। তবে একসময় ঢালিউডে বেশ ব্যস্ত সময় পার করা এই অভিনেত্রীর হাতে এখন কাজ নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে আছেন পর্দার আড়ালে।
বিয়ে করে হয়েছেন সংসারী। তবে কাজে না থাকলেও মাঝেমধ্যে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে কুমিল্লার মানুষকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন তিনি।