বেনাপোলে ব্লেন্ডারের মধ্যে ৯০ হাজার মার্কিন ডলার

প্রথম আলো প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১৮:০৩

যশোরের বেনাপোলে ভারত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৯০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার সকালে বেনাপোল আন্তর্জাতিক তল্লাশিচৌকিতে (চেকপোস্ট) ওই যাত্রীকে তল্লাশির সময় তাঁর ব্লেন্ডার যন্ত্রের ভেতর থেকে এসব ডলার উদ্ধার করা হয়।


এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার যাত্রীর নাম মানিক মিয়া (৩৭)। তাঁর বাড়ি কিশোরগঞ্জে।


আজ সকালে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডলারের একটি বড় চালান ভারত থেকে বাংলাদেশে পাচার হতে পারে—এমন খবর পেয়ে বিজিবির একটি দল বেনাপোল আইসিপির স্ক্যানিং কক্ষে অবস্থান নেয়। সকাল সাতটার দিকে ভারত থেকে একজন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী আন্তর্জাতিক তল্লাশিচৌকিতে আসেন। গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ভারত থেকে আনা তাঁর ব্লেন্ডার যন্ত্রের ভেতরে লুকানো অবস্থায় ৯০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, হুন্ডির জন্য তিনি এসব ডলার বহন করছিলেন। এরপর তাঁর ল্যাগেজ তল্লাশি করে ১ হাজার ৬১০ ভারতীয় রুপি ও বাংলাদেশি নগদ ৩২ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us