বাংলাদেশ ও ভারতের স্পিনার প্রসঙ্গে আফগান অধিনায়কের দাবি, ‘নেটেই এর চেয়ে ভালো স্পিন খেলি’

প্রথম আলো প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১১:৫৯

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে স্পিনারদের সামনে আফগানিস্তানের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেননি। ১৮ ওভারের মধ্যে ৬২ রান তুলতে বাংলাদেশের স্পিনারদের ৬টি উইকেট দিয়েছিল আফগানিস্তান। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্থানের সামনে স্পিনে আরও বড় পরীক্ষা। প্রতিপক্ষ দলের নাম যে ভারত!
রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার মতো স্পিনার আছে ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে স্টিভেন স্মিথকে ‘নিখুঁত’ এক ডেলিভারিতে আউট করেছেন জাদেজা। সে ডেলিভারি নিয়ে বিশ্লেষণ ও আলোচনা এখনো চলছে। আর এমনিতেই ভারতের স্পিনারদের সামনে দাঁড়ানোর আগে প্রতিপক্ষ দলগুলো আলাদা করে ‘হোমওয়ার্ক’ করে নেয়। আফগানিস্তান দল যে সেই প্রস্তুতি নেয়নি, তা নয়।


আসলে এই প্রস্তুতি মানে ‘হোমওয়ার্ক’ নিয়েই যত গর্ব আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির। গতকাল সংবাদমাধ্যমে এই নিয়ে আফগান অধিনায়কের কথায় এমন একটা সুর প্রকাশ পেল, এর চেয়ে ভালো স্পিনার আমরা নেটেই খেলি!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us