দীর্ঘমেয়াদি তহবিল ‘বাংলাদেশ ব্যাংক লংটার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটিজ (এলটিএফএফ)’ থেকে মার্কিন ডলারে অর্থায়ন সুবিধা পাবে ১৮ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি মূলত বৈদেশিক মুদ্রায় পরিচালিত তহবিল। ব্যাংকগুলোর এ তহবিল থেকে সর্বোচ্চ সাড়ে ৮ শতাংশ সুদহারে ডলারে ঋণ পাবেন রপ্তানিমুখী উৎপাদনশীল প্রতিষ্ঠানের উদ্যোক্তা।
মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এসব ব্যাংকের এ সংক্রান্ত চুক্তি হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে পরিচালক লিজা ফাহমিদা আর বাণিজ্যিক ব্যাংকের পক্ষে প্রধান নির্বাহীরা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মো. আবুল বশর এবং দেবদুলাল রায়সহ বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা পাচ্ছেন উদ্যোক্তারা। তহবিল থেকে ৫৬টি শিল্প প্রতিষ্ঠান ৩ থেকে ১০ বছর মেয়াদে ২৭ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ডলারের ঋণ সুবিধা নিয়েছে। ঋণের বিপরীতে ১৯টি শিল্প প্রতিষ্ঠান সফলভাবে সম্পূর্ণ ঋণ পরিশোধ করেছে। অন্যান্য প্রতিষ্ঠানও নিয়মিত ঋণ পরিশোধ করছে।