ইউক্রেন যুদ্ধের যে কৌশল ব্যবহার করে ইসরায়েলকে চমকে দিল হামাস

প্রথম আলো প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ১৯:৫৮

ইসরায়েলে গত শনিবার এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এ হামলায় ছোট ও তুলনামূলক সস্তা ড্রোন ব্যবহার করে তারা। এর মধ্য দিয়ে লাখ লাখ কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক সমরাস্ত্র প্রযুক্তি ব্যবহার করা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে হামাস।


হামাস তাদের এই হামলায় ব্যবহার করে ইসরায়েলের তৈরি ‘স্কাইলার্ক’ ড্রোনের মতো অতি ক্ষুদ্রাকৃতির আকাশযান। এ ছাড়া হামাস যোদ্ধারা প্যারাসুটে মোটর লাগিয়ে বিশেষ কৌশলে সীমানা বেড়া টপকে যান। এই কৌশলে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে তাদের প্রতিরক্ষা বাহিনীকে চমকে দিয়েছে হামাস।


হামাসের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, গাজা সীমান্তে নজরদারির জন্য ইসরায়েলের তৈরি একটি  প্রতিরক্ষা টাওয়ারের ওপর ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হচ্ছে। ড্রোন থেকে বিস্ফোরক ফেলার কয়েক সেকেন্ডের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে। এর মাধ্যমে ইসরায়েলের এ নজরদারির ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। সীমান্তে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে দূরে থাকা নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে এই টাওয়ার থেকে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে গুলি করে থাকেন ইসরায়েলি সেনারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us