ইসরায়েল–হামাস সংঘাতের বলি হতে পারে ভারত–ইউরোপ বাণিজ্য করিডর

প্রথম আলো প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ১৯:৪৪

দশকের পর দশক ধরে চলছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত। তবে গত শনিবার ইসরায়েলের ভেতরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলা এ সংঘাতের ক্ষেত্রে একটি নতুন ও প্রাণঘাতী অধ্যায়ের সূচনা করেছে। আর একই সঙ্গে সংঘাতের এই রূপ একটি উচ্চাভিলাষী বাণিজ্য পথকে বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।


এই পথের পরিচিতি ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (আইএমইসি)। গত মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের সময় যুক্তরাষ্ট্রের উদ্যোগে এ ধারণাটি আলোর মুখ দেখে। জি-২০ সম্মেলনের সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, সৌদি আরব, ফ্রান্স ও জামার্নি এই করিডরের ঘোষণা দেয়।


বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) পশ্চিমা জবাব হিসেবে এই করিডরকে দেখা হচ্ছে। তবে এই উদ্যোগকে এখনো অনেক কিছু প্রমাণ করতে হবে। মধ্যপ্রাচ্যের সর্বশেষ দফার সংঘাত প্রতিবেশী দেশগুলোকে এই প্রকল্পে বড় পরিমাণে অর্থ ঢালতে দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us