দেশকে এগিয়ে নিতে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

সমকাল প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ১৮:২৭

আগামী দিনে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় দেশ ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। তাই আগামীতে নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দেশকে এগিয়ে নিতে আপনাদের কাছে নৌকায় ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি।


মঙ্গলবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে, দেশের কল্যাণে কাজ করে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। দেশকে আমরা আরও উন্নত করতে চাই।


প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ করার জন্য ২০০১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দেয়। আসলে ধ্বংস করাই তাদের চরিত্র। দ্বিতীয়বার ক্ষমতায় এসে আবার উদ্যোগ নিয়েছি।


এর আগে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলস্টেশন থেকে একটি বিশেষ ট্রেনে যাত্রা শুরু করে ফরিদপুরের ভাঙ্গার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us