১৯৯১ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে তিনি গানে প্রথম স্থান অর্জন করেন। অল্প সময়েই মিডিয়া অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন রোমানা রশিদ ঈশিতা। একসময় অভিনয়প্রতিভা ও মডেলিং দিয়ে দেশের মানুষের মনে জায়গা করে নেন। দীর্ঘ এই পথ চলায় সব সময় তাঁর পাশে ছিলেন মা জাহানারা রশীদ। মা ছিলেন তাঁর কাছে আস্থার জায়গায়। মায়ের কাছে কখনোই কোনো কিছু লুকাননি। কিন্তু চার বছর আগে মায়ের সামনে লুকোচুরির আশ্রয় নিতে হয় রোমানা রশিদ ঈশিতাকে। ক্ষত হৃদয়ে সেদিন মাকে বলতে পারেননি, ‘মা তোমার ক্যানসার হয়েছে। এখন চতুর্থ স্টেজে আছে।’
পরবর্তীকালে দীর্ঘ তিন বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেন ঈশিতার মা। বিদেশে চিকিৎসাধীন ছিলেন। পরে গত বছর ১০ অক্টোবর মারা যান। এ সময়ে তেমন একটা কাজে দেখা যায়নি এই অভিনয়শিল্পীকে। মায়ের শোক ঘুরে ফিরে স্ট্যাটাসে উঠে এসেছে। মায়ের মৃত্যুর আজ এক বছর। দীর্ঘদিন পরে ফিরে গেলেন মায়ের স্মৃতিতে; মায়ের সঙ্গে কাটানো সুখের শেষ দিনের কথা। সেই দিনটাই ছিল মাকে হাসিখুশি দেখার শেষ দিন।