ইসরায়েলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে স্বাধীনতাকামী হামাস। গত শনিবার নজিরবিহীন এই হামলায় অংশ নেয় হামাসের এক হাজার যোদ্ধা নিয়ে গঠিত এক বিশেষ বাহিনী। জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এতে দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়।
হামাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এমন একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের পরিকল্পনার ফসল গত শনিবারের ওই হামলা। এ জন্য বিশেষ ওই বাহিনীর যোদ্ধাদের দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
হামাস নিজেও বিশেষ এই ইউনিটের অভিযান ও প্রশিক্ষণ দেওয়ার কিছু ভিডিও চিত্র প্রকাশ করেছে। হামাসের সামরিক শাখা এজ-আল-দ্বীন আল-কাশেম ব্রিগেডসও কিছু ভিডিও চিত্র প্রকাশ করেছে। কিছু ভিডিও পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে।