হামাসের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের সব রাজনৈতিক দলগুলোর প্রতি জরুরি ঐক্যের আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সে আহ্বানে সাড়া দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তবে, জুড়ে দিয়েছেন কঠিন একটি শর্ত।
ইয়ার লাপিদ বলেছেন, আমরা নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকারে যোগ দিতে পারি, যদি তিনি তার সরকার থেকে কিছু ডানপন্থী সদস্যকে বের করে দেন।
ইসরায়েলে নিযুক্ত আল জাজিরার প্রতিনিধি উউলেম মার্ক্স বলছেন, ইসরায়েলি সংসদ নেসেটে খুব সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন নেতানিয়াহু। তবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ ঐক্যের সরকারে যোগ দেওয়ার বিষয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।