বলিউড তারকা কঙ্গনা রানাউত দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে তার ভক্তদের সামনে আসছেন। এবাবের গান্ধী জয়ন্তীতে প্রকাশ্যে এসেছে তার ‘তেজস’ সিনেমার টিজার। আর ৭ অক্টোবর ভারতের এয়ার ফোর্স দিবসে প্রকাশিত হয়েছে ‘তেজস’ সিনেমার ট্রেলার।
কঙ্গনা রানাউতের অভিনয় ক্ষমতা বারবার প্রশংসিত হয়েছে। ‘তেজস’ সিনোর ট্রেলার প্রকাশের পরও এর ব্যতিক্রম হয়নি। ২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্ত বিমান বাহিনীর পাইলট হিসেবে দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে সমস্ত লামইলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন কঙ্গনা রানাউত। স্বল্প পরিসরে নজর কেড়েছেন আশীষ বিদ্য়ার্থীও।