বাংলাদেশের বিপক্ষে স্টোকসের খেলার সম্ভাবনা ক্ষীণ: বাটলার

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৩, ১৫:৫৯

বেন স্টোকসের পুরোপুরি ফিট হওয়া নিয়ে এখনও দুশ্চিন্তায় ইংল্যান্ড। তাই মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে তাকে খেলানোর ঝুঁকি নেওয়ার পক্ষে নয় ইংলিশ টিম ম্যানেজমেন্ট। সোমবার ম্যাচের আগে সেই ইঙ্গিত দিয়ে গেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। 


নিতম্বের ইনজুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে এই অলরাউন্ডার খেলতে পারেননি। প্রায় এক মাস আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রানের ইনিংস খেলার পর প্রতিযোগিতামূলক ম্যাচেও খেলেননি। রবিবার ধর্মশালায় হালকা অনুশীলন করলেও কোনও বোলারের মুখোমুখি হননি। সাইডআর্মের বোলিংয়ে ব্যাটিং অনুশীলন করেছেন। তখন কিছুটা অস্বস্তি দৃশ্যমান হলেও সোমবার স্পিনারদের বিপক্ষে কোনও জড়তা দেখা যায়নি। কিন্তু পূর্ণ ফিটনেসের বিষয়টি মাথায় থাকায় মঙ্গলবার তার খেলার সম্ভাবনা যে ক্ষীণ সেটি পরিষ্কার করেছেন বাটলার, ‘নেটে অনুশীলন এবং পূর্ণ ফিটনেসে তাকে ফেরার চেষ্টায় দেখতে পারাটা অবশ্যই আনন্দের। তবে কালকে তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us